ইমতিয়াজ মাহমুদ ইমন

তুমি কি এখনো রাত জাগো?

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমতিয়াজ মাহমুদ ইমন।।

 

তুমি কি এখনো রাত জাগো?  গভীরতর রাত জাগা
রাত জেগে জেগে ভোরের আলোয় ঘুম যাওয়া!
শক্ত গদির নরম জাজিমে ক্লান্ত কায়া এলিয়ে শান্ত করো চেতনা?
আমি এখনো জাগি প্রায় রোজ জাগি।
প্রচন্ড ক্লান্ত শরীরে সতেজ চোখে ঘুম যাই, ঘুম ভেঙ্গে যায়
রাত দেখি, নিস্তব্ধতা, নিঃসঙ্গতা সঙ্গী করি ভোরের আভাস পাই।
তুমি নেই তাই বলে একা নই
স্মৃতি আছে, আমি আছি, আমার অনুভূতিরা আছে।
মহাজাগতিক সংখ্যা তিনের তিন জনে আমরা রাত জাগি।
মাঝ রাতের মোরগের ডাক থেকে ভোরের পাখির কিচিরমিচির সবটা শুনি জেগে থাকা রাতের আধারে।
ভ্যাপসা গরমে এপাশ ওপাশ করা সময় শুরু
জানালা গলিয়ে হীম ছুঁয়ে যাওয়া শীতল হাওয়ায় রাত জাগা।
যে সময়টা কাথা টেনে ঘুমাবার তখনি নিরাভরণে গায়ে মাখি একাকী বয়ে যাওয়া ঐশ্বরিক মৃদুমন্দ বায়ু।
তুমি কি এখনো রাত জাগো?
যেভাবে আমরা জাগতাম,অগ্রাহ্য করে যাওয়া সময়ে।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply