মোঃ রাকিব হোসেন

নবজগতের অভ্যুদয়

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোঃ রাকিব হোসেন।।

 

অগ্নিশিখার উত্তাপে আজ বিশ্ব হলো দগ্ধ
মরুর বুকে তরুর জন্মে নয়তো কেউ মুগ্ধ।
উদকের বিন্দুর সারিগুলো যদি ব্যর্থ হয় কভু,
সমুদ্র-সলিলের পরাক্রম তরঙ্গ কে করিবে নিভু।
ধ্বংসই যদি হয় অনিবার্য, পুনঃজন্মের রূপরেখা,
ঘুর্ণিঝড়ের ঘুর্ণন তবে সৃজন করিবে নব সীমারেখা।

ভূপৃষ্ঠ আজ উঠল কেঁপে হায়েনাদের খপ্পরে,
অন্যায়-অবিচার, সত্য-মিথ্যা সবই আজ গপ্পরে।
ইবলিসের ডানা আজ উড্ডীন হয়েছে অভ্রভেদে,
হিংস্র শকুনের থাবায় রোজ ভোজ সবল-দূর্বল প্রভেদে।
পশুরা আজ নয়তো বর্বর আদমিদের মত,
পরিতৃপ্ত শিকার করে শখের বশে যত।
আজও খুঁজে ফেরি নতুন বিশ্ব ঐক্য-সমতার,
কাঁচের মত স্বচ্ছ হৃদয়ের মহাপুরুষ-যুগাবতার।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply