নিষ্ঠুর রাইতে মনের লগে বাহাস
লেখাটি শেয়ার করুন
আহসান উল্লাহ্ রিয়াজ।।
এইখানে রাইত নামে রাইত,
নিষ্ঠুর রাইতে আন্ধার হয় মনের ঘুপচি গলি।
এই গলির জের বহুত,
কোণায় কানায় বেশ্যা মাগীর গন্ধ।
শকুনের লাফালাফি ঝাপাঝাপির দায় কান পাতন যায়না।
রাস্তাগুলা খানা খন্দরে ভর্তি,
পশর না করবার পাইলে লুইট্টা খায় ফকিন্নীর ছাওয়ালেরা,
ফশর হয়া ফশর নামে মাগার রাইত শেষ হয়না,
অন্ধরে মহলে পাপেরা কিড়বিড় করে একনাগাড়ে,
খানকির পোলা কইয়া ডাক পাড়ে অজান্তেই,
গানের লগে গান বান্ধে,চটি লেখে,কবিতারে ল্যাংটা কইরা খাটে শুয়ায় শুয়ারের দল।
এই জাগাত খালি দালালের গাড়ানির শব্দ উঠে ঝমঝমায়া,
আগুন বাত্তি দপদপায়া নিভা যায় আচম্বিত!
সুষমা আতরের গন্ধ ঠেইলা নামাজি আয়ে মাগি লাগাইতে,
রাম মন্দির ঠেইলা বেশ্যাগরে স্বর্গে লইয়া যায় ভক্তর চোষণ,
এই আস্তানা বড় নাফরমানি আস্তানা।
সকালের পুষ্প ফোটা টপটপায়া পড়ে কোনওহানে,
হাসনাহেনার গন্ধ চুরি কইরা এলাকার মধ্যে ঢুইকা পড়ে মাঝে মইধ্যে,
হারামীর পুতেগর এতে ব্যাঘাত ঘটে বেজায়,
রক্তের মধ্যে মদের ফোয়ারায় জোয়ার আসে,
নেশারঝোঁকে বুঁদ হইয়া চাঁদনি আলো খুঁজে,
কিন্তু এই গলির নাম নিশানা অনেক আগেই
মুইছা ফেলছে মাদারচোদের দল।
বোধের বাইরে দলা পাকায় যে অবচেতন মনখান আছে!
ঐডা খালি এখন অভিশাপ পাড়ে অজ্ঞাতেই।
চল্লিশা এইনের নিত্য দিনকার ব্যাপার,
ভালোর চল্লিশা,সুন্দর শিশুর চল্লিশা,ফুলের গন্ধের,প্রকৃতির নির্মোহ ছায়ার,নিজেগর বিবেকের চল্লিশা।
এইখানে এখন খালি ঘিঞ্জি চিপায় ভ্যাপসা গন্ধ,
আউশ চাইলের চোখারাঙ্গানি,প্রেমিকার অভিমান,সমুদ্রের দাবী
সব অনেক আগেই পথ হারাইছে এইখানে।
এইখানে এখন খালি রাইত নামে রাইত,
নিষ্ঠুর রাইতে আন্ধার হয় মনের ঘুপচি গলি।
লেখাটি শেয়ার করুন
২ comments
ভাল হয়েছে কিন্তু সামনে আরো ভাল কিছু আশা করছি।
কবিতাটা বার বার মুগ্ধ হয়ে পড়ি। ভালবাসার কবি।