Jatindranath Roy

ফিরে যাও বসন্ত

কবিতা
লেখাটি শেয়ার করুন

যতিন্দ্রনাথ রায়

 

ফিরে যাও বসন্ত,

বসন্ত তুমি ফিরে যাও আজ-
না ফুটুক কোন ফুল শিমুল পলাশ,
দেখো ঐ বুঝি পশ্চিমে ঢলে পড়ে রবি!
কিছু স্মৃতি মুছে যায় চিরতরে,
কিছু মূক ও বধির।

যে ভূমিষ্ঠ ছোট্ট শিশু জানে না কোন ভাষা-বর্ণ-ধর্ম!
কিছু কালো ধোঁয়া মুছে যাবার পর –
গোটা শুভ্র আকাশটাই আজ তার,
সে পেল না শুধুই একটু বাঁচার অধিকার,
আর সামান্য দু মুঠো অন্ন।

তাই বসন্ত তুমি ফিরে যাও আজ অন্য কোথাও,
এখানে বৃষ্টি ঝরুক বারোমাস,
নীরব- নিঝুম-শান্ত,
সত্য সেলুকাস এ সমাজ !
ধন্য আজি ধন্য ।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply