ইমরান আল ফারাবী

বিসর্জন

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরান আল ফারাবী

 

সিন্ধুসভ্যতার নগরায়ণ কিংবা

ব্যাবিলনের শূন্য উদ্যান,
তোমার হৃদয়ে যদি হয় আমার
প্রস্থান
ভেবে নিও তবে এই নিথর দেহে
বাইশ গ্রাম ওজনের আত্মার হয়েছে অপহরণ!
চুম্বন কিংবা আলিঙ্গনে যদি হয়
চরিত্রহরণ
ভেবে নিও তবে আমি এক চরিত্রহীন মানুষ!
দূরে সরিয়ে রাখো যদি প্রেয়সী
তুমি
কাছে টানো তবে কেন?
যদিনা তোমার ইচ্ছে হয়,
দূরেই তবে রাখো.!
আবেগের এই নিঃসরণ যদি হয়
ক্ষতির কারণ
কেটে ফেলো তবে আবেগের নাঁড়ি!
তবুও দিও না চরিত্র বিসর্জন।
দশমীতে দশাননের বিদায়, কান্নার
পড়ে রোল
তুমিও নাহয় কেঁদে দিও আমায় বিসর্জন!



লেখাটি শেয়ার করুন

Leave a Reply