লেখা আহবান
প্রিয় লেখক, টীম দূর্বাঘাসের পক্ষ থেকে ভালোবাসা জানবেন। দূর্বাঘাস একটি অনলাইনভিত্তিক সাহিত্যচর্চা কেন্দ্র, যাকে আপনারা ব্লগ নামে চিনে থাকেন। এই দূর্বাঘাসের পর্দায় যদি আপনার নিজের নামটি দেখতে আগ্রহী হোন তবে আজই আপনার সেরা লেখাটা পাঠিয়ে দিন আমাদের কাছে।
আপনি চাইলে আমাদের কাছে সরাসরি ইমেইলের মাধ্যমে লেখা পাঠাতে পারেন – writings@durbaghas.com এই ঠিকানায়। তবে এক্ষেত্রে আপনাকে ইমেইলের ভেতরে আপনার নাম, লেখার ধরণ, লেখার শিরোনাম, লেখা এবং আপনার একটি ছবি সংযুক্ত করে দিতে হবে।
এছাড়াও আপনি চাইলে
https://durbaghas.com/send-writings/
এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই আপনার লেখাটা পৌঁছে দিতে পারেন আমাদের কাছে।
আপনার সেই লেখাটি দক্ষ সম্পাদকীয় প্যানেল কতৃক যাচাইবাছাই এবং সম্পাদনা পূর্বক প্রকাশ করা হবে দূর্বাঘাসে। লেখা প্রকাশিত হলে সাথে সাথেই আপনি জেনে যাবেন ইমেইলের মাধ্যমে।
যেসব ক্যাটাগরিতে আপনি লেখা পাঠাতে পারবেন সেগুলো হলো – ছোটগল্প, অনুগল্প, স্যাটায়ার বা রম্যগল্প, রহস্য-রোমাঞ্চ গল্প, কবিতা, পর্ব উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিচারণ, ভ্রমণকাহিনী, সাহিত্যিকদের জীবনী, মুক্তগদ্য, মতামত, বুক রিভিউ ইত্যাদি।
লেখা প্রকাশ সম্পর্কিত নিয়মগুলো সম্পর্কে আরো বিশদ জানতে ক্লিক করুন এখানে → https://durbaghas.com/rules/
এছাড়াও নিয়মিত আপডেট পেতে এখনই সংযুক্ত হয়ে পড়ুন আমাদের ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে।