মোঃ রিদুয়ানুল হাসান

অনাগতার উপদেশনামা

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোঃ রিদুয়ানুল হাসান।।

 

তোমার লাইগা যতন কইরা রাইখা দিলাম
একখান গেন্দা ফুল,
আইজ হোক কাইল হোক পরশু হোক
আর তরশু,
জানি তুমি আমার লাইগাই অপেক্ষা করবা।

আমার লাইগা এক পবিত্র অপেক্ষা তোমার,
যেমন কইরা এই গেন্দা ফুল গাছটা অপেক্ষা করছিলো,
অপেক্ষা করছিলো তার মইধে্য পূর্ণ যৌবনা ফুল ফুটানির লাইগা,
সে এক দীর্ঘ অপেক্ষা।

আমার লাইগা তোমার অপেক্ষাও সেইরম হওয়া চাই,
এক সংযমী অপেক্ষা।
এই অপেক্ষার ফল ঠিক এই গেন্দা ফুল গাছটার লাহান’ই মধুর হইবো।

তোমার উপ্রে কোন ঝড় জ্বলোচ্ছ্বাসই প্রভাব বিস্তার করতে পারবো না,
তুমি থাকবা পূত -পবিত্র।
তোমার মইধ্যে সবসময়ই থাকবো সজীবতা,
বৃষ্টির পরে গেন্দাফুল গাছটা যেইরম সজীবতা পায়
ঠিক সেইরম।

কী মনে হইতাছে, খুউব কঠিন কাজ?
বেবাকে পারে না, তুমি কেমনে পারবা?

তাইলে হুন,
বেহেশত্ পাইবার গেলে যেমন ধৈর্য ধইরা
নানা বাধা-বিপত্তি ধিঙ্গায়া ঈমান লইয়া থাহা লাগে,
তোমার আমার পবিত্র সম্পর্কডারে পাইবার লাইগা একটুতো ধৈর্য ধরুন লাগবোই।

দেহো না গেন্দা ফুল গাছটারে,
একটা ফুল ফুটাইবার লাইগা হে কি কহনো হাঁসফাঁস করে?
করে না।
আবার তার মইধ্যে যতগুলাইন কলি আছে হেইগুলাও কি হে একলগে ফুটাইবার চেষ্টা করে?
না, তাও করে না।

তাইলে?
স্বর্গীয় সুখ পাওয়ার লাইগা না হয় তুমি এই গেন্দাফুল গাছটার মতোই ধৈর্য ধরলা।

কি পারবা না,
তোমার আমার পবিত্র সম্পর্ক অর্জনের লাইগা এইটুকু কষ্ট করতে, হে আমার অনাগতা?


লেখাটি শেয়ার করুন

One thought on “অনাগতার উপদেশনামা

Leave a Reply