
অপেক্ষায়
লেখাটি শেয়ার করুন
আব্দুল্লাহ সিয়াম খান::
আমি এক অপেক্ষমাণ কবি
অপেক্ষা করি তার জন্য—
যার নয়ন আমায় করে মোহিত,
যার হাতের ইশারা আমায় দেখায়
পথ চলার নতুন এক দিগন্ত,
যার চাহনি আমায় করে অবলুপ্ত,
যার হাসি আমায় করে চির নিস্তব্ধ
যার প্রেরণা আমায় করেছে দৃঢ় বিশ্বাসী।
তাই এই দৃঢ় বিশ্বাস নিয়েই বলতে চাই—
আমি শুধু থাকবো, তারই অপেক্ষায়!
লেখাটি শেয়ার করুন