আঞ্জুমান আখতার

অপেক্ষা

কবিতা
লেখাটি শেয়ার করুন

আঞ্জুমান আখতার

 

বেলাশেষে আমার কাছে এসে বসো
সূর্যাস্তের গল্পও শোনাবো আমি,
নতুন ভাবে কোনো শেষের কবিতা দিতে পারবো না
দিয়ে যাবো এক অনন্ত যাত্রা শুরুর আহ্বান।

দীর্ঘ অপেক্ষা রাখে সেই বসন্ত আজ
পেরিয়ে এসে জমা রেখেছে তার প্রিয় একটা অভ্যেস,
তীব্র আকর্ষণ এড়ানো অসম্ভব রকমের সুন্দর
যদি সেই অভ্যাসে পরিনত হয় তোমার আমার প্রেম।

অপেক্ষায় অপেক্ষার প্রহর গুনছে যত বেশী
হাহাকার করে মরেছে আমার বোবা ইচ্চ্ছে,
জড়িয়ে ধরে আদর মাখে কপালের চুমুর বন্যা
নিয়ম করে মাত্রা দিয়ে বাড়ছে ক্রমে অপেক্ষার পালা।




লেখাটি শেয়ার করুন

Leave a Reply