সফিউল্লাহ্ সুমন

অবয়ব

কবিতা
লেখাটি শেয়ার করুন

সফিউল্লাহ্ সুমন।।

 

প্রেমিকার অবয়বে দেখেছি তোমায়-
তোমার বায়ান্ন তীর্থ জুড়ে করেছো লজ্জাবতী’র চাষ
সামান্য ছোঁয়াতেই কি দারুণ আত্নসমর্পণ তোমার !
তোমার অনিন্দ্য গোলাপে বসবে যে ভ্রমর-
সে ভ্রমর আর কখনো যুদ্ধে যাবে না
ঐ গোলাপেই ডুবে মরবে হাসিমুখে !
পাহাড়ি জমিতে তোমার গোলাপি হেমলক
যেকোনো কবিই পান করতে চাইবে
অমরত্ব লাভের আশায় !
তোমার উর্বর ভূমিতে স্নিগ্ধ সমীরণ বয়ে চলে
বুকভরা নিশ্বাসের নিশ্চয়তায় লড়াই করবে
এগারোটি গোত্র
তাতে নিহত হবে অন্ততঃ সাড়ে তিন হাজার !
তোমার ঐ ত্রিমোহনা যেনো কচুরিপানার মোলায়েম ফুল
সামান্য আঘাতেই আবির ঢেলে দেয় তার দেয়ালজুড়ে !
সে আবিরের মায়াবী আকর্ষণে
নির্ঘাত পথভ্রষ্ট হবে যেকোনো মুনি-ঋষি-মোল্লা-মৌলভী !
আমি তো নিতান্তই প্রেমিক

পথভ্রষ্ট হয়েছি সেই কবেই !




লেখাটি শেয়ার করুন

৩ comments

Leave a Reply