অমানুষ

কবিতা
লেখাটি শেয়ার করুন

আহমেদ হানিফ

পৃথিবীপৃষ্ঠে লালিত আমি,
মনুষ্যকৃত দেহের আবরণে ঢাকা একটা রক্তপিণ্ড!
আমি সভ্যতার কোন কালেই মানবিক নই-
নই কোনো মানবের,
আমি চিরউন্মাদ!
আমি বিশ্ব দরবারে ভীতিকর-
আমি মহা ধ্বংস!
আমি,
আত্মীয় পরিজনে কেউ না,
না কোনো গৃহতলে আশ্রিত!
আমি ভয়!
তাবৎ পৃথিবী আমাতে ভয়ার্ত।
আমি জানোয়ার,
রক্ত খেকো প্রাণী-
মানি-না কোন বাঁধা,
আমি চিরশত্রু মানবের।
বড়ই অমানুষ আমি,
আমার কাছে নেই কোন ভেদ,
আত্মীয়ে-অনাত্মীয়ে।
আমি পাষাণমূর্তি,
দয়াহীন কাপুরুষ।
আমি লোভী,
প্রকাশ্যে ভীতিকর,
অনাচারী-অমানবিক।
রাস্তার ধারে সুযোগ সন্ধানী শয়তান-
আমি পশু! পশুত্বের বলয়ে বন্দি।
আমি খুনি!
নির্জনে আমি দুর্বিষহ।
ছয় কিংবা ষাটোর্ধ তাতে কি?
আমি রক্ত খেকো!
আমি পশু!অবাধ্য মানবসত্তা।
আমি বিকৃত চিন্তায় মত্ত-
অমানুষ!
আমি ধ্বংস এই সভ্য সমাজের।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply