কচি মুহম্মাদ ওবায়দুল্লাহ্

অসভ্য সভ্যতা

কবিতা
লেখাটি শেয়ার করুন

কচি মুহম্মাদ ওবায়দুল্লাহ্।।

 

চোরাচালান হয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা,
ডীপফ্রিজে হিমায়িত সব কষ্টের করুণ আর্তনাদ।
মায়াবী আলোর অন্ধকারে ডুবে যাই, ডুবে যায় দুরন্ত শৈশব;
একাকিত্বের কাঁধে ভর করে হেঁটে যায় নগর সভ্যতা।

নিষ্পাপ সেই দিন। আবেগঘন বিকেল ছিলো আমাদের,
এখন আমরা পরস্পরকে খেয়ে নিচ্ছি হিংসার দৃষ্টি দিয়ে জনসম্মুখে।
কেউ টের পাচ্ছি কেউ পাচ্ছি না। কেউ প্রতিবাদ করছি কেউ করছিনা।

আবার কেউ কেউ বলে উঠবে আমরা মানুষ।
আমরা সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত।
এ সব আমাদের হতেই পারে না। কেন’ই বা হতে সব হিংসার দলাদলি।
শ্রদ্ধার চোখে কেন রক্তের স্রোত বয়ে যায়।
কেন অনুজেরা স্নেহ হারায় কাঙ্ক্ষিত অধিকারে নামে অনাকাঙ্ক্ষিত ঘটনায়।

অথচ পাশে বসে বলে যায় চুপিচুপি কেউ,
কেউ আবার চিৎকার করে বলে আমরা মানুষ।
আসলে মানুষ কোথায়? আমি’তো আমাকে দেখিনা!



লেখাটি শেয়ার করুন

Leave a Reply