মোবারক হোসেন

আদরের বোন

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোবারক হোসেন।।

 

এই-তো সেদিন সাজের বেলা,জোনাকিদের মেলা
দু-ভাইবোনে খেলেছিলাম,কত রকমের খেলা।

দু-চারটা জোনাকি যখন,কাঁচের বোতলে ভরি,
দৌঁড়ে এসে,কেড়ে নিতে, করতি না তুই দেরি।

মা,মা দেখো তোমার মেয়ে আমার বোতল নিছে
তুই বলতি,আমি নেইনি মা,সে বলছে মিছে মিছে।

এটা নিয়ে দুজনের মাঝে হতো কতো দন্দ,
তবুও বোন জানিস,আমি পেতাম অনেক আনন্দ।

শুইবার সময় বালিস নিয়ে করতি কাড়া-কাড়ি,
এই নিয়ে যে কতবার আমি,করেছিলাম আড়িঁ।

তবুও তুই,দিতি না বালিস,যখন দিতাম চিৎকার
তখনি তুই নতুন নতুন মিছা কথা,করতি আবিষ্কার।

খেতে বসেও বড় মাছ নিয়ে ঝগড়া করতি তুই,
এখন বড় মাছটা কে খায় বল,এখন তুই কই।

ঘোমটা আর খুব সাজ-গুজে, পড়েছিস লাল শাড়ি।
সব স্মৃতিগুলোকে ভুলে তুই যাচ্ছিস,পরের বাড়ি।

তখন যদিও,মারামারি,ঝগড়া আমরা করেছিলাম
এখন কিন্তু, তোর কারণে মন কাঁদছে অবিরাম।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply