আর্ট অফ কনশাসনেস
মোজাক্কির রিফাত
হারানোর শিল্প মূলত আয়ত্ব করা কঠিন কোন কাজ না;
তাই অনেক কিছু অভিপ্রায় ভরা মনে হয়।
তাদের ক্ষতি কোন বিপর্যয় না যে হারিয়ে যেতেই হয়।
প্রতিদিন কিছু না কিছু হারাই, হারায়। হারায়ে যাওয়ার মহড়া চলে।
হারায়ে যায় দরজার চাবি, হারায় খারাপভাবে অতিবাহিত ঘন্টাখানেক সময়।
হারানোর শিল্প আয়ত্ত করা তেমন কঠিন কাজকাম না।
তারপরে আরও দূরে হারানোর অনুশীলন করতে হয়, কেউ দ্রুত হারায়ে যায়।
স্থান, নাম এবং যেখানে আমরা বোঝা হয়ে বুঝে থাকি হারায়ে যায়।
ভ্রমণ করতে গেলে হারায়। এ হারানো বিপর্যয় ডেকে আনে না।
আমি আমারে হারায়ে ফেলি আর সব কিছু শেষ শেষ লাগে।
শেষ থেকে শেষ হওয়ার যাত্রাও হারায়ে অনিঃশেষ;
হারানোর শিল্প তাই আয়ত্ত করা কঠিন কাজ লাগে না।
আমি হারাইছি দুইটা শহর, সুন্দর বিকেল গড়িয়ে নামে সন্ধ্যা।
আর আমার মালিকানাধীন কিছু রাজ্য, দুটি নদী, একটি মহাদেশ।
আমি তাদের আবার চোখে হারাই, খুশিতে হারাই, খেয়ালেও।
শিল্প হিসাবে হারিয়ে যাওয়া তাই উচু মানের কঠিন ও না।
-এমনকি তোমার মধ্যে হারিয়ে যাই (ঠাট্টা, কন্ঠ, অঙ্গভঙ্গি, চলার গতি
আমি ভালোবাসি)। শিকার করে স্বীকার করি । এটা খুব স্পষ্ট
হারানোর শিল্প আয়ত্ত করা খুব কঠিন কাজ না।
যদিও এটা সাময়িক সুরে বিপর্যয়ের মতো।