সাদ্দাম হোসেন

উপবাসী-ভালোবাসা

কবিতা
লেখাটি শেয়ার করুন

সাদ্দাম হোসেন ,
ইংরেজি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়। 

 

যদিও ‘ভালোবাসার’ উপর
তুমি জারি করেছ সামরিক আইন
আরোপ করেছ নিষেধাজ্ঞা;
তবু,
তোমার মোলায়েম দিব্যদৃষ্টি থেকে দু’চোখ সরিয়ে
আদালতের মতো নিরাবেগ নিয়ে বলতে পারি না;
‘আজীবনের জন্য ভালোবাসার মুলতবি ঘোষণা করলাম’।

জলে ধোঁয়া আলোর মতো স্নিগ্ধোজ্জ্বল
তোমার কোমল দেহলতিকা
দৃষ্টিগোচর হলেই মাদকতায় মশগুল হই!

গভীর এক অন্ধ সন্ধিতে
সাজানো ভালোবাসা নিয়ে বসে আছি,
বানানো সুখের লোভে;
আমার এই সকাতর দুর্বলতা,
আর উপবাসী ভালোবাসার ক্ষুধা কী মিঠাবে না?


লেখাটি শেয়ার করুন

Leave a Reply