হাসান মেহেদী

এই শরতে

কবিতা
লেখাটি শেয়ার করুন

হাসান মেহেদী।।

 

কালো মেঘ পছন্দ নয় কারো,
না আমার না তোমার।
অথচ দেখো-
কী অলক্ষুণে সম্ভাবনাকে অভ্যর্থনা জানিয়ে শামিয়ানা টাঙিয়ে রেখেছে একরোখা ছোপ ছোপ কালো আঁধার!

আমাদের সম্মিলিত প্রার্থনা ছিলো শুভ্রতার-
শ্বেতকপোতের ডানা চাপিয়ে আমরা বিদায় করেছিলাম আমাদের পুরাতন দীর্ঘশ্বাসগুলো
অথচ দেখো-
বিগত বর্ষার মেঘমালা আকাশকে জড়িয়ে আছে বাহু মেলে।

আমার এক হাতে গোলাপের মালা ছিলো, অন্য হাতে শিউলির
তুমি বেছে নিলে শুভ্র শেফালিকা!
সেই থেকে সাদা রং আমার প্রিয়
অথচ দেখো-
আমার আকাশজুড়ে কালো কালো মেঘ,
দীর্ঘ ছায়া ফেলে আছে তার,
কালো মেঘ কি ছুঁয়েছে তোমার মেঘ কালো চুল?

কী করে এড়িয়ে যাবে বলো মেঘের আঁধার,
একটাই তো আকাশ  তোমার আর আমার!



লেখাটি শেয়ার করুন

Leave a Reply