মোছাঃ নুসরাত জাহান

একজন বিদ্যাসাগর

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোছাঃ নুসরাত জাহান।।

 

বিদ্যার সাগর তুমি
সমাজ সংস্কারক,
গরীবের বন্ধু তুমি
বর্ণপরিচয়ের প্রণয়ক।

বিশাল তুমি হিমালয়ের মত
উন্নতমনের মানুষ,
গরীবের বন্ধু তুমি
ক্ষণজন্মা মহাপুরুষ।

পদ্য সাহিত্যের উন্নতি
তোমারই হাত ধরে,
গদ্যের উন্নতিতেও করেছ সাধন
যতি চিহ্ন যুক্ত করে।

বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা,
চেয়েছিলে করতে বন্ধ,
বিধবা বিবাহ করেছ চালু
যে সমাজ ছিল অন্ধ।

মেয়েদের জন্য শিক্ষাবিস্তারে
সর্বদা করেছ সাধনা,
ঋষিতুল্য এ মহামানব
আর তো মোরা পাবোনা।

শ্রাবণের সন্ধ্যায় অমৃতলোক গমন
শোক সাগরে ভাসিয়ে,
দুশো বছর পরেও তুমি
রয়েছ বাঙালীর হৃদয়ে!!




লেখাটি শেয়ার করুন

Leave a Reply