একটি বার

একটি বার

কবিতা
লেখাটি শেয়ার করুন

শশিভূষণ পাত্র ,
পশ্চিম মেদিনীপুর।।

 

অনেক সময় পার হয়ে গেছে
পাঁজরের টুকরো সংরক্ষিত হোক
শিক্ষা দেওয়া হোক পাঁজরকে।
বেঁকে পড়া শিরদাঁড়া টা কোঠার হাতে আবার সোজা করতে হবে।
শিশুর দুধে নেশার মিশ্রণে এবার চিকিৎসা চাই।
চোখ ঘোরানো সার্কাসের এবার সঠিক লক্ষ্য প্রস্তুত করো।
গরীবকে বিদ্রোহ শিখিয়ে লুঠ আর চুরির শাস্তি চাই।
আবার একটা শিরদাঁড়া চাই।।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply