মামুন আব্দুল্লাহ

একা

কবিতা
লেখাটি শেয়ার করুন

মামুন আব্দুল্লাহ  ।। 

 

তোমার হাতের মুঠোয় ওটা কার হাত?

কালো পেড়ে নীল শাড়ির আঁচল থেকে খসে পড়ে সুবাস।

চন্দনচর্চিত কপালের টিপ দেখে
আকাশের দীপ খসে পড়ে
পানাপুকুরে,তালগাছের তলায়
যেখানে তুমি পা ডুবাও,
রূপকথার মাছেরা এসে ভীড় করে
আলতো করে নখ কামড়ে দেয়।
পূর্ণিমার চাঁদ আরও উজ্জ্বল হয়ে ঢালে সুধা
শুধু তোমারই গায়ে।বাকিসব ঘুটঘুটে অন্ধকার।
চারপাশে নীরবতার চাদর বিছিয়ে,
প্রকৃতি আড়াল করে তোমায়
ক্ষণকাল থেমে থাকে জীবন।

শুধু, আমার দু চোখ হয়রান হয়ে প্রশ্ন করে
পাশে বসা কোন জন?

দু পা বাড়াতেই, হৃৎপিন্ডে টান লেগে
পাক খেয়ে পড়ে যাই।
হু হু করে বাতাস এসে আছড়ে পড়ে
বুকের ব-দ্বীপে।
চেতনার অলিগলি ভেসে যায়
কান্নার প্রবল স্রোতে,শ্বাসরোধ হয়।
মূর্ছা যেতে যেতে বলি
আমি ওই চাঁদটির মতো বড়ই একা।
মন উজাড় করে দেবার মতো কেউ নেই
কেউ নেই।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply