হাবীবা ফারহানা

কবিতা ছিঁড়ুক কিছু বুক

কবিতা
লেখাটি শেয়ার করুন

হাবীবা ফারহানা।।

 

আজ বিদ্রোহের ভাষায় হাসছে প্রেমিকা,
তুচ্ছ বলে গালাগালগুলো সব স্লোগানের।
তীব্র স্বরে উচ্চারিত প্রতিবাদ রাস্তায় পড়ে থাকে পরিত্যক্ত লিফলেটের মতো,
কিংবা ঠকে যাওয়া রঙহীন প্রাক্তন ঝালমুড়ির বাক্স হয়ে।
যুক্তির যুদ্ধে সবাই বেশ কারণহীন নিষ্পাপ,
এখানে মুখরিত কলোরব সব কর্পোরেট উৎসবে।
ক্ষণে ক্ষণে তবুও ভাবছে কবি-আজ ক্ষয়ের আগে কিছু সংগ্রাম হোক,
কবিতা ছিঁড়ুক কিছু বুক; ফের নাহয় মানুষ হই।




লেখাটি শেয়ার করুন

Leave a Reply