কিছু অর্থহীন যোগাযোগ
লেখাটি শেয়ার করুন
অনন্যা আঁখি শাহ্।।
তোমার আমার মইধ্যে ভালোবাসা আছিলো না।
আমাদের যোগাযোগ হইতো প্রতিনিয়ত,
কথা হইতো, কথা কাটাকাটি হইতো।
আমি গোসসা করিবার অধিকার পাই নাই,
তুমি কখনো আমারে গোসসা দেখাও নাই।
আমাদের যোগাযোগ হইতো প্রতিনিয়ত,
যোগাযোগ হইলেই ভালোবাসা হইবো তার গ্যারান্টি আছে?
আইচ্ছা মানলাম ভালোবাসা হইলো না, কিছু ত হইতাছিলো এরই মইধ্যে নাকি?
তুমি সেইডাও হইতে দিবার চাইলা না।
তারপর ও আমাদের যোগাযোগ হইতাসিলো,
তুমি আমারে ধমক দেও তোমার ঘুম ক্যান ভাংগাইসি,
আমি বারান্দায় বইসা কারণ খুঁজি মাথা খাটাইয়া।
তুমি যোগাযোগ বনধো করবার দোহাই দিবার চাও, আমি পায়ে পইরা থাকি।
এতসবকিছুর পরেও আমাদের যোগাযোগ হইতেসিলো, খালি ভালোবাসাটাই হইতেসিলো না।
লেখাটি শেয়ার করুন