গাছ লাগাও

কবিতা
লেখাটি শেয়ার করুন

বিপ্লব গোস্বামী

 

গাছের মতো আপন
আর যে কেহ নাই,
খাদ‍্য ছায়া অক্সিজেন
সব কিছুই পাই।

খাদ‍্য রূপে নিত‍্য খাই
ফল শস‍্য মূল,
তা ছাড়াও খাই ভাই
কাণ্ড পাতা ফুল।

বেঁচে থাকতে অক্সিজেন
বিশ্রামেতে ছায়া,
এসব কিছুই মোদেরে
গাছ দেয় ভায়া।

তাই বলি ভাই গাছ কাটো না
গাছের নাই বিকল্প,
বছর বছর বৃক্ষ লাগাও
হোক বেশি কিংবা অল্প।


লেখাটি শেয়ার করুন

মন্তব্য করুন

  • Default Comments (0)
  • Facebook Comments