সৌরভ আহমেদ

ঘুড়ি

কবিতা
লেখাটি শেয়ার করুন

সৌরভ আহমেদ।। 

 

দু পয়সার ঘুড়ি কিনে আকাশে উড়ালাম,
আচ্ছা দুহাত তুলে দাঁড়ালেই নাকি আকাশ ছোঁয়া যায়!
আকাশ ছুঁলেই কি সুখী হওয়া যায়?
শুনেছি আকাশ নাকি কৃপন হয়না।
জীবন বড় অদ্ভুতুড়ে
হঠাৎ একটু চাইছি ভালো থাকতে।
সবাই কোথায় ভালো থাকে?
রঙিন এই আকাশটারও রং বদলায় একবার কেউ বলে দেয়নি
জোৎস্নার আকাশ হঠাৎ একদিন ঘিরে রাখে প্রবল অন্ধকার
মাকড়সার জালবন্দী হয় জীবন।
শুনেছি বিবর্ণ কাঁটাতারে আটকে আছে সময়।
ঘড়ির কাঁটা কোথাও নড়ছে না।
আচ্ছা এই ঝড় মেঘ বৃষ্টি দিনে বাবুই পাখি আর কতদিন বাঁচে!
শ্রাবণের শেষে কি মুক্তির সুখ কোথাও ফিরে পাওয়া যায়।
আচ্ছা কোথায় সবাই ভালো থাকে?
নির্জন এই শহরে শিয়ালের বিকট শব্দে ভয় হয় খুব!
বলছি সবাই কোথায় ভালো থাকে?
অন্ধকার ঘিরে রাখে মানুষকে!
আর মানুষ ঘিরে রাখে?

 


লেখাটি শেয়ার করুন

২ comments

Leave a Reply