টোকাই
লেখাটি শেয়ার করুন
মাসুম বিল্লাহ।।
নেমে এসেছি এই শহরের বুকে
ফাঁকা পকেট, ক্ষুধার্ত পেট
ছুটে চলেছি এই শহরের পথ ধরে
অসহ্যকর জ্যাম ঠেলে।
উত্তপ্ত রোদ, বুক পকেটে ঘামে ভেজা
নেতিয়ে পড়া বিশ টাকার অবশিষ্ট নোট।
সন্ধ্যা ঘনিয়ে রাত্রি ফিরে আসে-
বুক ভরা মায়া, জীবনের একাকিত্ব নিয়ে।
রাত্রি ভীষণ অসহায়-
ফুটপাতে ঐ ঘুমিয়ে থাকা টোকাই ছেলের কাছে।
মায়াবী এই পৃথিবী, মায়াবী এই শহর
বিষন্নতায় একা করে ঠেলে দেয় পথে।
তবুও অগাধ এই জীবন-
বেঁচে থাকার তীব্র লড়াইয়ে
বিষাদের রেখা বুকে নিয়ে
মৃত্যুর পথের যাত্রী সকলে।
লেখাটি শেয়ার করুন