বুশরা আহমেদ

তিলোত্তমা জীবন

কবিতা
লেখাটি শেয়ার করুন

বুশরা আহমেদ।।

 

জ্যামিতিক আকাশেও তো আজও চাঁদ ওঠে।
স্নানের পরে ভেজা কাপড় মেলতে গিয়ে- আজও তো বালিকা আড়চোখে দেখে নেয়-
সামনের বারান্দায় আছে কিনা-
অজানা শিহরণ জাগানিয়া-
দুটো অদ্ভুত অপলক চোখ!
উঁচু উঁচু দালানের পাশে আজও তো হঠাৎ দৃষ্টিগোচর হয়, একটা বস্তি।
বিচ্ছিন্ন-বিদ্যুতের অন্ধকারে যা মুখর হয়ে ওঠে!দেখোনি?!
আজও তো পেয়েছি কিশোরী বালিকার গায়ে সদ্য-ছাড়া শৈশবের গন্ধ!
শুনেছি তার সঙ্গোপনে করা খুনসুটির আলাপ!

অবাক নয়নে দেখেছি তাকে তখন!
কর্ণে করেছি শ্রবণ!
আজও কি তারা অবিকল আমার মতোন?!

আজও তো বর্ষার মেঘে আকাশ ভেঙে বৃষ্টি পরে।
কারোর বুকে বৃষ্টি ছোয়ার নেশা লাগে!
চোক্ষে কারোর কাজল মাখার ঘোর লাগে!

আজও যদি গভীর রাতে বজ্রের আলো,গর্জের ধ্বনি শোনা যায়,,
তবে কেন নয়, পূর্বেরই মতো প্রিয়র বুকে তৎক্ষণাৎই ঝাঁপিয়ে পড়া?
যাবে না কেন, এ জগতেই সুখের স্বর্গ রচনা করা?
একটু করে তোমার আমার তিলোত্তমা জীবন গড়া?

 

এ কবিতাকে অনেকেই “কেবল দম্পতি বা প্রেমিক যুগলকে উদ্দেশ্য করে লেখা” মনে করেছেন। এটি আদতে সকলের জন্য। সামগ্রিক ইতিবাচক জীবনকে উদ্দেশ্য করে লেখা।

বুশরা আহমেদ


লেখাটি শেয়ার করুন

মন্তব্য করুন

  • Default Comments (0)
  • Facebook Comments