ইমরানুল ইসলাম

দাগ

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম,
বাঁশখালী,চট্টগ্রাম, বাংলাদেশ।

 

পাকিস্তানি হায়েনার গোলাবারুদ আর
কামানের গর্জনে সারা শহর আতঙ্কিত,
কারো কোনো সাড়া শব্দ ও নেই
উলঙ্গ শিশুরাও ঘুমাচ্ছে মায়ের বুকে।
শান্তি ও স্বস্তির কোনো কমতি ছিল না,
হঠাৎ সমগ্র দেশ জুড়ে শুরু হলো তোলপাড়।
খালি হচ্ছে মায়ের বুক,
কেড়ে নিচ্ছে বোনের সুখ।
জোয়ান বুড়োর অগণিত লাশ,
আর্তচিৎকারে উদ্বিগ্ন চারপাশ।
পথে ঘাটে শুধু লাশ আর লাশ,
কালো মেঘে ছেয়ে গেছে সমগ্র আকাশ।
একটি জাতি, একটি প্রদীপ ধূলিসাৎ এর খেলা,
মা- বোনের সম্ভ্রম কেড়ে নিয়ে আনন্দের মেলা।
হিংস্র জানোয়ারের চেয়েও অধম হায়েনার দল,
রক্ত তাদের নিত্য পানীয় আশ্চর্য বিশ্বের সকল।
রক্তের স্রোতে ভরপুর পদ্মা,মেঘনা,যমুনা কর্ণফুলী,
লাখো শহীদের আর্তচিৎকারের রংতুলি।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে শুধু রক্তের দাগ,
একটি জাতি নিধনে হায়নাদের বিবিধ ভাগ।
বাঙালি বীরের জাতি, রক্ত মাংসে তেজে ভরা,
অধিকার আদায়ে অগ্রগামী যুদ্ধে নজর কাড়া।
দীর্ঘ নয়টি মাস রক্ত নদীতে প্রচুর ভাসে,
কর্ণফুলীর খরস্রোতে খিলখিলিয়ে হাসে।
আমরা যাচ্ছি তবে আবার ফিরে আসছি,
সকল কালো দাগ ডুবিয়ে আমরা ফিরছি।
ষোল ডিসেম্বর ত্রিশ লাখের একটি মাত্র প্রাণ,
লাল সবুজের পতাকাই হলো আমাদের মান।
দুই লাখ মা-বোনের হলো সম্ভ্রম হানি,
লাল পতাকা আমাদের হবে তা জানি।
বিজয়, বিজয়,বিজয়
অমোঘ তিমির রাত্রিতে দ্বীপ্ত শিখা,
নিষ্কম্প রক্তের দাগে বাংলাদেশ লেখা।

লেখাটি শেয়ার করুন

Leave a Reply