ইমরানুল ইসলাম

দুর্বিষহ চারপাশ

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম।।

 

কলমে আর কি লিখবো
যখন আমার চারপাশ স্বজনপ্রীতি
দুর্নীতি, অনিয়মের রাজত্বের জয় জয়কার
বিধবা, অসহায়, দুস্থ মানুষের আর্তনাদ,
কেউ হয়তো আধাপাগল,
কেউ বা সম্পূর্ণ উন্মাদ।

বৃথা কলমের কালি
এদেশ,সমাজ পরিবর্তন পরিশুদ্ধ করার
এক মিথ্যা সমাবেশ,
মুখে নীতিবাক্য, সমাজে লোকদেখানো
ভন্ড আয়োজন
স্বার্থের কাছে অকাতরে ন্যায় নীতি
সত্যি দুর্বিষহ এ জীবন।

মিথ্যা ও মিথ্যের কাছে আমাদের নিত্য
নীতি বিসর্জন
আমি তৃষ্ণায় কাতর,খুলে যাচ্ছে শক্ত
সেই কোমরের চাদর।
এই ভন্ডদের নিয়মের বিরুদ্ধে লিখে
যেন খুলে দিই মুখোশ,
চতুষ্পদ জন্তুর চেয়েও অধম তারা,
তাদের মাথায় এখন মুকুট।

দেশ,দেশ আর দেশ বলে
আত্মচিৎকারে কি হবে আর,
পদাঘাতে সব বাঁধা সব করতে হবে ছারখার।
আজকের এই সমাজে দরকার
অগ্নিপুরুষ সেই মেঘনাদ, নেপোলিয়ন ও
হিটলারের,যেন সব বাধা ধূলিসাৎ।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply