সফিউল্যাহ্ সুমন

নয়নতাঁরা সমীপে

কবিতা
লেখাটি শেয়ার করুন

সফিউল্লাহ্ সুমন।।

 

হে আমার নব্য-কিশোরী প্রেমিকা ,
তোমাকে ঘিরে স্বপ্নে-স্বপ্নে গড়ছি মহাদেশ
আবার তোমার অনুপস্থিতিতে মূহুর্তেই ভেঙ্গে পড়ছে
স্বপ্নের পর স্বপ্ন
কল্পনায় হাত রাখছি অবাস্তবে..
হে আমার ষোড়শী মল্লিকা ,
তোমার সামান্য দানে ফিরে আসতে পারতো
স্বল্প দামে বিক্রি হওয়া আমার অবিনাশী বিকেল আর সন্ধ্যাগুলো।
হে আমার নন্দিত গোলাপ ,
তোমাকে না পেয়ে আমার স্বপ্নগুলো ধ্বসে পড়ছে
আমার সব রাষ্ট্রচিন্তা পথ হারাচ্ছে পুঁজিপতিদের ফাঁদে।
হে আমার সবুজ সায়রের নয়নতাঁরা ,
আমি এখনো একনায়কতন্ত্রে বিশ্বাসী
ঠোঁটে-বুকে-চিবুকে ও চুম্বনে লেগে থাকা
একনায়কতন্ত্রের বিশ্বাস আমার মগজে ও মননে।
বিশ্বাস করো হৃদি ,
আমি এখনো আমার জীবন
গভর্নরের স্বাক্ষরের নিচে উৎসর্গ করিনি ;
আমি এখনো বাংলা সন-তারিখ দিয়ে চিঠি লিখি।
হে আমার মুক্তির ম্যাগনকার্টা ,
আমাকে মুক্তি দাও ; আমাকে মুক্ত করো
হে অবিনাশী ফুল  ; শিশিরসিক্ত বকুল
আমাকে মুক্ত করো।।

লেখাটি শেয়ার করুন

Leave a Reply