
নয়ন তারা ফুলের দুঃখ
লেখাটি শেয়ার করুন
মোবারক হোসেন।।
আমি একটি ছোট্ট ফুল
কাঁদছি আজ কেনো ?
বলব তোমায় সত্যি কথা
কেউ জানেনা যেনো।
ছিলাম তো খুব সরলমনা
পাঁপড়ি ছিলো নরম,
তাই বলেই ত সবার কাছে
দুঃখ পাচ্ছি চরম।
হয়ত আমি খুব সুন্দর নই
অন্য ফুলের মত,
তাই বলেই তো চুপটি আছি
বুকে হাজারো ক্ষত।
আমি গাছের ছোট্ট ফুল
হাওয়াতে দুলছি মাথা,
তুলছো মোরে, ধুলছো পায়ে
ছিঁড়ছো নরম পাতা।
আমি নাহি আনন্দ দেই
না আসি কারো কামে,
তাই তো আমায় চিনে সকলে
নয়ন তারা নামে।
লেখাটি শেয়ার করুন
One thought on “নয়ন তারা ফুলের দুঃখ”
অনেক সুন্দর কবিতা