Mahmud Newaz Joy

পরিত্রাণ

কবিতা
লেখাটি শেয়ার করুন

মাহমুদ নেওয়াজ জয়।।

 

আপনি অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন।
প্লেটো জানেন, সক্রেটিস জানেন।
মার্কস জানেন, এঙ্গেলস জানেন।
গ্যেটে জানেন, শেক্সপিয়র জানেন।
জানেন মিল্টন, ব্রেখট, রবীন্দ্র, জীবনানন্দ,
নজরুল, শরৎ – সবই।
আপনি খবর রাখেন –
সবরকম খবর;
রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে
খেলা ও মিডিয়া পর্যন্ত।
সারাদিন চোখ ফেলে রাখেন বইয়ের পাতায়,
পড়েন বছরে শত বই-
রূপকার্থে নয়, আক্ষরিক অর্থেই।
কিন্তু যখন দেখেন মাকড়সার জালে আটকে পড়েছে
একটি দুরন্ত রঙিন প্রজাপতি,
আপনি তখন দেখেও না দেখার ভান করেন।
আমি বলি আপনাকে,
‘এই যে মশাই, আর কত বিদ্যাদিগগজ হবেন?
কী লাভ এত জেনে?
তারচেয়ে বরং মাকড়সার ওই নির্মম জালে
আটকে পড়া দুরন্ত রঙিন প্রজাপতিটিকে
মুক্ত করে দিন, বাঁচিয়ে তুলুন। ‘


লেখাটি শেয়ার করুন

Leave a Reply