রিদাকা জান্নাহ 2

পারো তো মুক্তি দাও

কবিতা
লেখাটি শেয়ার করুন

রিদাকা জান্নাহ।।

 

তার চেয়ে বরং পাহাড় ভাঙ্গো অচল ঘাড়ে।
প্রেমের বারুদ যখন ফুটছে কলঙ্কতিলকে, ওকে পারো তো পিষে ফেলো নর্দমায়। এক অসীম প্রেম নিয়ে তুমি কিংবা তোমরা, যুদ্ধাপরাধী হবে৷ তার চেয়ে বরং মাগরিব কালে বলি দাও এই নোংরামি।
তার চেয়ে বরং বজ্রপাতেই খুন হোক এই বেশ্যার।
তিন পাতা জুড়ে অকবির দর্শন, ছিড়ে যায় শ্রেফ চুমুর আশায়। অকালমৃত্যু যদি প্রেমেরই পূর্বশর্ত হয়, তাহলে বরং চুমুকে চুমুকে তাকে বিষ খাওয়াও।

তার চেয়ে বরং পাথর ভাঙ্গো সিসিফাস এর পিঠে, পারো তো মুক্তি দাও মানবশিশুকে আজীবন প্রেম বয়ে বেড়ানোর থেকে।




লেখাটি শেয়ার করুন

Leave a Reply