আল সাইফ

প্রস্থান

কবিতা
লেখাটি শেয়ার করুন

আল সাইফ।।

 

আকাশ আজ ঘন কালো বিমূর্ত হয়ে আছে,
কিন্তু এখন তো বর্ষাকাল না।
একটা বালক চোখের জলরাশি আটকে রেখে
সেই আকাশটার দিকেই চেয়ে আছে,
এই শীতে সে ভারী বর্ষণ নামাবে,
যেনো চোখের পানি গাল বেয়ে দৃশ্যমান হয়ে না ফোটে।

খানিকবাদে বৃষ্টি হয়ে আমার চোখের জলরাশি ছিনিয়ে নিয়ে গেলে তুমি,
প্রতি চুম্বনে এ নোনা স্বাদ যেনো তৃপ্ত করেছে তোমায়।
আঁখিতে অগ্নিবলয় নিয়ে তোমার চোখে চোখ রেখেছি,
কিন্তু কি তোমার মিষ্টি হাসি,
আমার মনের তিক্ততা যেনো দুপয়সা পেয়েই খুশি।
তুমি কি তবে আবার ফিরে এলে?
ওই ভেজা মাটির গন্ধ পেয়েছি তোমার কেশে,
বৃষ্টি টপ টপ শব্দের চেয়ে জোরালো তোমার নুপুরের ধ্বনি আমার কানে এসে বলছে-তুমি এসেছো,তুমি এসেছো।
বরণডালা সাজিয়ে দুয়ারকাঠে বসে অপেক্ষা করিনি তুমি কখন আসবে,
ছুটে গেছি তোমার খোঁজে।
পাগলের মতো ছুটেছি তোমায় খোঁজার উদ্দেশ্যে।
একটা সময় পিপাসার্ত হয়ে আকাশটার দিকে চেয়ে রইলাম,
কিন্তু বৃষ্টি হলো না।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply