বশির আহমদ

প্রেমপ্রীতি

কবিতা
লেখাটি শেয়ার করুন

বশির আহমদ।।

 

মনে মনে আশায় থাকে ভালোবাসার প্রাণে রাখে
কাটায় দিবসযামী
কেউবা কাছে কেউবা দূর প্রীতির তরে কেউবা ঘুরে
হতে সফলকামী।

সবার মাঝে থাকে আশা কেউবা চাহে ভালোবাসা
জীবন বাঁধার তরে
খুনসুটির বা হাসির ছলে ভালোবাসার কথা বলে
কাজে প্রকাশ করে।

কেউবা থাকে পথের পাশে মাঠের ওপর দূর্বাঘাসে
গোলাপ হাতে নিয়ে
হাতের সাড়ায় সদা ডাকে মুচকি হাসে দেখলে তাকে
যায় সে টাটা দিয়ে।

একটা সময় বলে কথা মনের যতো ব্যকুলতা
হৃদয়খানি খুলে
স্বপ্নগুলো ডানা মেলে লুকোচুরি সবই খেলে
সকল কিছু ভুলে।

সুযোগ বুঝে দেখা করে কথা বলে হৃদয় ভরে
থাকতে নিবিড় সুখে
ইহার মাঝে হঠাৎ আসে রবে নাকো কভু পাশে
মিথ্যে আশার শোকে।

ইহারপরও স্বপ্ন দেখে জীবন দিয়ে আগলে রেখে
সুখের পরশ পেতে
ভুলে তারা সকল বাঁধা কান্না হাসির সকল ধাঁধা
জীবন নিয়ে মেতে।

বাঁধার শেষে কেহ সফল কারও হয় গো সবই বিফল
বহু চেষ্টার পরে
খুব সহসা বলে কথা কেউবা থাকে নিরবতা
সারাজনম ধরে।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply