হাসান মেহেদী

প্রেমিক অথবা সাহসী পুরুষ

কবিতা
লেখাটি শেয়ার করুন

হাসান মেহেদী।।

 

নিভাঁজ শার্টে লেগে থাকা একগাছি চুলে- আমি বিব্রত হই না
শুভ্র পাঞ্জাবির আনাচে-কানাচে লিপস্টিকের ছিটেফোঁটা আঁচড় আমাকে মোটেও অপ্রস্তুত করে না
অমসৃণ চুড়ির কাটা দাগ বয়ে বেড়াতে অসংকোচ আমি-
বেয়াড়া পুরুষের অপবাদে মাথা কাটা যায় না আমার-
তবে কেনো বলো আমাদের অভিসারযাত্রায় তুমি পেতে দাও
তোমার লাজুকলতা?
দোহাই কন্যা, ভালোবাসার দামে তুলে নিও  না যেনো মিছে লৌকিকতা।




লেখাটি শেয়ার করুন

One thought on “প্রেমিক অথবা সাহসী পুরুষ

Leave a Reply