প্রেম নেই, ভালোবাসা নেই

কবিতা
লেখাটি শেয়ার করুন

হাফিজ রহমান
শিক্ষার্থী, উন্নয়ন অধ্যয়ন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

এই বর্ষার বিরহ ঝরে পড়া বিকেল বেলা আমি মিশেছি যেন কারও অস্তিত্বে,
জানিনা তারে; দেখা হয়নাই কোনদিন, কোন সে প্রেয়সী; কোন মুগ্ধতার বলয়ে-
বেঁধেছে আমারে প্রাণহীন, রসহীন, নিস্তদ্ধ কোন প্রান্তরে।

এই বর্ষার বিরহ ঝরে পড়া বিকেল বেলা অনুভব করি-
আজ কোন প্রেম নেই, তবুও প্রেম আছে।
আজ কোন ভালোবাসা নেই, তবুও ভালোবাসা আছে।
পুরোনো স্মৃতিরা মলয় বাতাসে ভেসে এসে বলে- ভালোবাসা ছিল!
কেঁপে ওঠে সমস্ত শরীর। ভয়ার্ত কণ্ঠে অতি সন্তর্পণে জিজ্ঞেস করি- আজ কেন নেই?

উত্তর দেয় রাত
বর্ষার রাতগুলো বড্ড গোলমেলে।
পুরোনো খেরো খাতা ঘেঁটে খুঁজে আনে দুরন্ত কৈশর-শৈশব। বলে-
বড্ড সুন্দর ছিল খালের ‘পরে ভিটের মাথায় গজানো নেপিয়ার বনের সন্ধ্যাগুলো;
ভরা জোছনায় আকাশের তারাদের ভাগাভাগি করে নেওয়ার রাতগুলো;
আর-
ভাঙা সাইকেলে চড়ে শহরের অচেনা গলিতে দাপিয়ে বেড়ানোর দিনগুলো।

চুপিসারে বলে-
এক সুন্দর অব্যক্ত কিন্ত বহু আকাঙ্ক্ষিত মুহুর্তের কথা,
প্রথম কৈশরে প্রথম কবে, কোন মহাক্ষণে চুমু এঁকেছিলাম প্রেমিকার বাম গালে।
মনে পড়ে-
প্রথম অভিমানে ভুল বুঝে চলে যাওয়া, চোখে চোখ রাখা সেই সন্ধ্যা,
তুমুল ঝগড়ার পরে হঠাৎ ভালোবাসি বলে ফেলা;
তারপর দু’জনে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা।

এই বর্ষার বিরহ ঝরে পড়া রাত আমাকে বলে-
যে প্রান্তর প্রাণহীন তা আমার নয়, যে প্রান্তর রসহীন নিস্তব্ধ তা আমার নয়।
যেখানে সবুজ বৃক্ষ নেই, নদী নেই, পাহাড়ের গায়ে বেড়ে ওঠা গুল্ম নেই তা আমার নয়৷
যে প্রান্তর আষাঢ়েও সিঞ্চিত হয়না তা থেকে আমি মুক্তি চাই৷
ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হৃদয় আর হাজার বছর ধরে চুম্বন বঞ্চিত ঠোঁট বলে দেয়;
এই শহরে কোন প্রেমিকা নেই, কোন প্রেয়সীর কোমল হাত নেই-
তাই আজ আমার ভালোবাসা নেই, আজ আমার প্রেম নেই।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply