মোছাঃ নুসরাত জাহান

বঙ্গবন্ধু

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোছাঃ নুসরাত জাহান।।

 

গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে
বঙ্গবন্ধুর প্রথম শিক্ষালয়।
সালটা যখন ‘৩৪
রোগ হলো বেরিবেরি
চিকিৎসা ও বিশ্রাম নিতেই হবে
হলো দুই বছর পড়াশোনায় বিরতি।

“মুসলিম সেবা সমিতি”
সদস্য ছিলেন বঙ্গবন্ধু,
দরিদ্র ছেলেমেয়েদের সেবাকার্যে
গড়েছিলেন মহাসিন্ধু।

ভয় ছিল তাঁর কভু যদি হায়
হয়ে যায় এ সমিতি বন্ধ,
এত দরিদ্র ছেলেমেয়েদের
পড়াশোনার পথ হবে রুদ্ধ!

১৭ বছরের তরুণ এ যুবক
নিজ কাঁধে নিলেন দায়িত্ব –
ভার নিলেন সম্পাদকের
সভাপতি রাখতেন হিসাব অর্থের।

তাঁর জীবনের প্রথম এ পদ
এনেছিল দায়িত্বে সফলতা,
বিচক্ষণ এ তরুণ হয়েছিলেন
বাঙালি জাতির নেতা।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply