লিটন রায়

বিজয় উচ্ছ্বাস

কবিতা
লেখাটি শেয়ার করুন

লিটন রায়,
নীলফামারী, রংপুর।

 

ভোরের শিশির ঘাসেঘাসে
হিমেল হাওয়া বইছে
ঊষাকালে ফুল ফুটেছে
বিজয় উচ্ছ্বাস রইছে।

সূর্য উদয় কুয়াশারা
ভয়ে ছুটে চলছে
সবুজ বাংলা বিজয় নিশান
মুক্ত স্বাধীন বলছে।

স্মৃতিসৌধ শহিদ মিনার
বাঁচার কথা কয়
পাখির গানে বিজয় ধুয়া
‘আমরা করছি জয়’।

ত্যাগ-প্রতীক্ষায় বিজয় পেলাম
এইতো অবশেষে
তাইতো আমরা বিজয় উচ্ছ্বাস
করছি সারাদেশে।


লেখাটি শেয়ার করুন

মন্তব্য করুন

  • Default Comments (0)
  • Facebook Comments