বিষাদ
সা’দ।।
“উদাস মনে লালন বলে,
‘সূধা খাইলে জিবের ক্ষুধা তৃষ্ণা রয় না’ -অন্তরে
রুষ্ট তুমি উষ্ণ হয়ে প্রেম বিদায়ী বন্দরে
আমায় বেঁধে উধাও হলে কি জানি এক কোন্দলে
তুমি বিনে বিষাদ ঘিরে পূর্ণিমা রাত চন্দনে
স্বপ্নজালে আটকে গেছি হা-হুতাশ আর ক্রন্দনে
বাঁচবো নাহয় আবার আমার পুরনো প্রেম লুণ্ঠনে ।
আত্মগ্লানি নচেৎ মিছে, করতে পারো শিরঃচ্ছেদ
প্রেম কি আর বিহ্বলতা, মাতাল হাওয়ার গ্রাসাচ্ছেদ,
লিখবো না আর তোমায় নিয়ে হতেও পারি নিরুদ্দেশ
নিলীন আমি আমায় ছেড়ে করবো কি আর পরদ্বেষ !
উধাত্তিত প্রেম কথনে থাকবে তুমি নির্বিশেষ
শূন্যধাবণ বিবেক আমার দৈন্যতারই ভাবাক্লেশ ।
**তোমার প্রতি প্রেম, অনুরাগ কিংবা নীলাভ ভালোবাসা এসে জমেছে আমার হৃদয়ে । প্রশান্ত প্রানের স্পন্দিত অববাহিকায় সূর্যস্তরের ন্যায় রক্তিম প্রেমকুয়াশায় বিভোর অন্তর । নিঃশব্দে উদাস হয়েছে যে রক্তস্রোত, তারে কেবা দেয় বিপুল টান? শ্যামলা মেঘের আস্তরণ, যে স্মৃতিতে বিক্ষুব্ধ বুক; তার কাছে বর্ষণ ব্যথাক্ষুব্ধ গান । কবির কাব্যে যে খুঁজে সন্ধ্যের ছোঁয়া তারে ফিরিয়ে দিও না আর । প্রসন্ন জীবন বিসর্পিল, বির্ভীষিকাময়; বিদ্বেষ সংঘাতে একটু নাহয় ভালোবেসে যেও মিথ্যে ছলনায় •••
উৎসর্গ: প্রেম আমার, মেঘা রায়।