Jannatul Ferdaus Lucky

ব্যাঙ

কবিতা
লেখাটি শেয়ার করুন

জান্নাতুল ফেরদাউস লাকি।।

 

দিনের আলো দূর্বল হইতেই জোনাকি পোকাডা ছুইটা আইলো আলো ধরাইতে।
আমি দেখলাম- অন্ধকারে ভীতু,দূর্বল একটা ব্যাঙ গর্তে ঢুইকা যাওয়ার আগে জোনাকিটারে লাফ দিয়া গিললো।
আলো নিভলো।
আমি চুপ কইরা দেখলাম।
দেখতেই ভাল্লাগে। চাইলে বাঁচানো যায়তো আলো। আমি চাইনাই।
আরও কতকিছু চাইনাই যে!
দেখছি সবাই কি ভালোমত সুখি হইতে পারে, ভালবাসায় থাকতে পারে৷
আমার হয় না সুখ, থাকেনা ভালবাসা।
আমি ছাদে যাবো, চাঁদে না।
জ্যোৎস্না দেখব,খাবো না।
আমার ছাদে যাওয়া হয় না। জ্যোস্না চইল্যা যায়। আসেনা।
আসে, খোঁজ থাকেনা।
জোনাকি পোকাটাও জ্বলে না।
ব্যাঙটা গান ধরে। আলো খাওয়া গান।
গানটা সুন্দর হইয়্যা যায়।


লেখাটি শেয়ার করুন

One thought on “ব্যাঙ

Leave a Reply