বশির আহমদ

বড়াই

কবিতা
লেখাটি শেয়ার করুন

বশির আহমদ।।

 

গর্ব করা ভালো নাকো করো তারে ভয়
গর্ব করলে সে যে আনে নিজের অবক্ষয়।
অহমবোধের পাপের বোঝা সবচে বড়ো ভুল
জীবনখানা হয়ে যায় যে পতন নাশের মূল।

অহংকারী কেউ কী আছে বেঁচে ধরার মাঝ
কেউ থাকেনি যেতে হইছে পড়ে নতুন সাজ।
অহং থেকে বেঁচে থাকো নিজকে রাখো দূর
তা না হলে বুঝতে পারবে যখন দেবে গোর।

শপথ করে চাও গো ক্ষমা ছেড়ে অহংবোধ
না ছাড়িলে রোজ হাশরে করতে হবে শোধ।
বড়াই হলো তাঁহার চাদর যিঁনি মোদের রব
তিনি বলছেন, ছেড়ে দাওগো গর্বো-বড়াই সব।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply