মোঃ নাঈম ইসলাম

ভালো আছি বলি কিন্তু ভালো মূলত নাই

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোঃ নাঈম ইসলাম,
ইংরেজি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

অসুখে পড়েছি কবিতা লিখব তাই
কিন্তু বেজায় রিক্ত মরু, তরুহীন প্রান্তর
বেঁচে থাকাই বড় দায়!

কবিতা অন্তর থেকে দূরে সরে গিয়েছে
মনের জানালায় দেখেছি ট্রেন তার যাত্রী নিয়ে চলে গিয়েছে পৃথিবীর সীমা ছাড়িয়ে
কবিতা আমার শরীর করেছে ত্যাগ
কবিতার ট্রেন লাইনচ্যুত আজ
আসাড় দেহ পড়ে আছে, চোখে পড়েছে বাজ!

অসুখটা বেশ গাঢ় হয়েছে, ঘুমের হৃদয় ভগ্ন
ঝিঁঝিঁ পোকারা গল্প ছলে শোনায় কবিতার ছন্দ।
কবিতা লিখতে বসেছি তাই আজ বেজায় গ্রীষ্মকাল
চেয়ে দেখো ভেতরে খরায় চৈত্রের টান,
অনটনে আজ দুর্ভিক্ষ দিয়েছে ধরা
মাঠ হয়েছে ফসলশূন্য—কবিতা লিখব তাই।

অসুখে পড়েছি তাই পৃথিবীতে আজ অকালসন্ধ্যা
অস্তমিত আজ সকল আলোকসজ্জা
কবিতার মহামারী! ফসলী মাঠও হয়ে পড়েছে বন্ধ্যা!

“ভালো আছি বলি কিন্তু ভালো নেই”—এইতো কবিতার নাম
কবিতা আমার লেখা হয়েছে
আধার ঘনিয়েছে চোখের কোটরে
পত্র পাঠাব নেই যে কোনো খাম!

আসলেই ভালো আছি দেখো
কিন্তু ভালো আমি ঠিকই নাই!
ভালো থাকা আজ পিষ্ট হয়েছে
অসুখে পড়েছি প্রচণ্ডরকম, কবিতা লিখেছি তাই
ভালো আছি বলি কিন্তু ভালো মূলত নাই।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply