লিটন রায়

ভোটের আগে ও পরে

কবিতা
লেখাটি শেয়ার করুন

লিটন রায়
নীলফামারীর, রংপুর।

ভোটের আগে আদাব-সালাম বলে চাচা,ভাই,
মার্কা হামার অমুকতমুক ভোট আর দোয়া চাই।
ভোটের আগে নাস্তাপানি ভাতের আয়োজন
পান বিড়িতে মিথ্যে আশ্বাস বিভোর করে মন।

ভোটের আগে হাতে-পায়ে পড়তে দ্বিধা নাই
জ্ঞাতিকুটুম কত আপন সবাই জ্ঞাতিভাই।
ভোটের আগে সবাই চেনা কেউ যেন নয় পর
কতই আপন হবে তুমি তোমার গলার স্বর।

ভোটের পরে স্বভাব বুঝি বিগড়ে সদস্যদের
কদিন আগে সেবাবাদী এখন শোষক ফের।
ভোটের পরে কে তুই বাপু,শুনি দেখি বল?
আমি খুবই ব্যস্ত আছি এখন ফিরে চল।

ভোটের পরে গরিবদুঃখীর সেবায় পক্ষপাত
উন্নয়নের অর্থটুকুও খেয়ে যে হয় মাত
ভোটের পরে অতিষ্ঠতে পাঁচটি বছর যায়
জনগণের অধিকারও লুটেপুটে খায়।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply