প্রসাদ সিং

ভোট-ব্যান

কবিতা
লেখাটি শেয়ার করুন

প্রসাদ সিং,

ঝাড়গ্রাম, মেদিনীপুর।

 

১.
আমাকে বলে দাও , কাকে ভোট দেব
একজন বেকার আমাকে বলে দেবে
কাকে ভোট দেব
বলে দেবে আমাকে , ছোটো দোকানি
তার গুমটির গায়ে যে পোস্টার চেটানো
তা কতটা সম্মতির , আর কতটা বাধ্যবাধকতার
২.
ছা-পোষারা সংখ্যাগরিষ্ঠ
তারাই বলুক , আমি কাকে ভোট দেব
গরিবী হটানোর কথা ছিল
কথা ছিলনা গরিবদের হটানোর
অসাম্যটা বেড়েছে
অন্ধকার গ্রাম দিয়ে এগিয়ে যায় বৈদ্যুতিক গাড়ি

লেখাটি শেয়ার করুন

Leave a Reply