মধুমিতা
রুবিন আহমেদ ।।
মধুমিতা!
চেয়ে দেখ, একটি বিধ্বস্ত উদ্যান।
এখানে ফুল নেই,
হাওয়ায় ফুলের গন্ধ নেই,
নেই পাখিদের, মৌমাছিদের
আনন্দ মিছিল কিংবা একান্তে মধুবিলাসের গোপন নিমন্ত্রণ।
কেবল সর্বত্র ছড়িয়ে আছে,
অতি আদরে লালিত
বর্ণচোরা বিষাদের ক্যাকটাস।
মধুমিতা!
চেয়ে দেখ, অদেখার গভীরে।
ভীষণ অবসাদ গায়ে জড়িয়ে
ফিরে যাচ্ছে উৎসব,
অভিমানে ফুলে-ফেঁপে উঠছে
দীর্ঘদিন পোষা প্রেম।
একটি অনাকাঙ্ক্ষিত বর্তমান
দূষিত করে তুলছে জীবনের
বাহারি রঙ, জমাচ্ছে আঁধার
অনাগত আগামীর বুকে।
মধুমিতা,
চেয়ে দেখ, আয়নায়।
একজোড়া প্রশ্নবিদ্ধ চোখের প্রতিবিম্ব
খুঁজে ফেরে দৃষ্টির ঠিকানা,
আঙুল খুঁজে কাংখিত স্পর্শ,
আঁকড়ে থাকার স্বাদ।
অন্তর্মুখী নিশ্বাসের খোঁজে
দিশাহীন সঞ্চিত সৌরভ,
পিঠ বেয়ে নেমে আসে
দ্বিধাগ্রস্ত অন্ধকার চুল।
মধুমিতা,
চেয়ে দেখ আমাকে,
এ কোন আমি?
যার সাথে হয়নি তোর
এক কোটি বছরের প্রণয়চুক্তি,
জলে ভেজা মাথার দিব্যি,
ঘোর বর্ষায় দুপুর-চুরির গল্প,
আনন্দের উৎস বদল,
কিংবা ঠোঁটের পাতায় আঁকাআকি
ভালবাসার মানচিত্র।
মধুমিতা!
চেয়ে দেখ, শুধু একবার!
আমার কোনো তাড়া নেই,
আমার কোনো সাড়া নেই।
আমি মূর্তির মতো দাঁড়িয়ে
দেখি, জীবনের বয়ে চলা।
মাঝে মাঝে মনে হয়,
আমার শিকড় গজিয়ে গেছে।
ভালবাসতে-বাসতে আমি
বৃক্ষ হয়ে গেছি।
মধুমিতা!
মধুমিতা!
চেয়ে দেখ…শুধু একবার….
একবার চেয়ে দেখ…
২ comments
দারুণ লিখেছো ভাইয়া
অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো 🖤