ইমরানুল ইসলাম

শেষ বিদায়ের যাত্রী

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম

 

হে বিধাতা
তুমি অনন্য, তুমিই শ্বাশত
চারিদিকে অপূর্ব সৃষ্টিতে তুমিই উজ্জ্বল
মায়া-মমতা,বিদ্যা শিক্ষার পাঠশালায়
তোমারই অভিপ্রায়ে সব উদ্ভাসিত ধরায়।

তোমার মহিমা খালি লোচনে ও প্রত্যক্ষ করা যায়
পাপতাপ শত হোক তোমার এই ধরায়,
নিজগুণে তুমি এই ধরিত্রীর পাপীরে কর মাপ
ভেজাল, কলঙ্কিত মানব রা ও হয়ে যায় সাফ।

তুমিই রহিম, তুমি রহমান
জগতের উঁচু নিচু তোমার তরে সমান।
বসুধায় অর্থ বিত্তের এক মিথ্যে আলোড়ন
সাম্য সমতার শুধু তুমিই করো আয়োজন।
তবে মানবে মানবে কেন এতো দলাদলি?
নিশ্চয়ই স্বার্থের কাছে নিজেকে দিয়েছে বলী।
ক্ষণস্থায়ী স্ফূর্তিতে এইসব মিথ্যে আয়োজন,
রক্ত নিয়ে খেলা সংক্ষিপ্ত জীবনে কি প্রয়োজন।

খ্যাতি,প্রভাবপ্রতিপত্তি এক নিমিষেই হবে শেষ
সাধনা চির উজ্জ্বল পরকালে লাগবে বেশ।
দেহ, মোটাতাজা দেহ, জানো এটি কার?
যার পিঠে চড়ছি মোরা সেই করবে ছারখার।

এই পথে বেশ হেঁটেছি, দৌড়েছি কতকাল
নানারকম বায়না ধরে হতো আমার সকাল।
আমি শেষ বিদায়ের যাত্রী হবো ঐ পথে ভাই
দ্বীন দুনিয়ার মালিক আমায় ডাক দিবেন তাই।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply