বশির আহমদ

সমাজ গড়ার অঙ্গিকার

কবিতা
লেখাটি শেয়ার করুন

বশির আহমদ।।

 

ঐক্য গড়ছি আমরা সবাই নতুন কিছু করব
সবাই মিলে এদেশটাকে মনের মত গড়ব।
নিজের জন্য কোনোকিছু করব না’ক আজি
স্কুল-কলেজ গড়ব মোরা জীবন রেখে বাজি।

রাস্তা ঘাটের বেহাল দশা আর রবে না কভু
কেউ না করুক আমি করব বাঁধা এলে তবু।
আমরা হব দেশের মাঝে সবচে বড়ো জাতি
ঐক্যের জন্য লড়ব মোরা রাখব সেই সে জ্ঞাতি।

সাম্য মৈত্রী স্বাধীনতা আর ন্যায় যে সবার তরে
খাদ্য বস্ত্র শিক্ষার আলো পৌছবে ঘরে ঘরে।
সমাজ থেকে উপড়ে ফেলব ভ্রান্ত যত নীতি
নতুন করে ঢেলে সাজাব সুস্থ সংস্কৃতি।

অভাবী আর থাকবে না কেউ সুখী সবাই হবে
ভিক্ষা ভিত্তি করবেনা কেউ যাকাত দেবে সবে।
বেকার মুক্ত সমাজ গড়ব কর্ম করব মিলে
অশান্তিতে থাকবে না’ক শান্তি আসবে দ্বীলে।

শক্তির বড়াই খতম হবে ঝগড়াঝাটির ইতি
ভালবাসার মিনার গড়ব থাকবে সেটা স্মৃতি।
স্বজনপ্রীতি হিংসা বিদ্বেষ আমরা যাবো ভুলে
এক-ই সাথে চলব মোরা হৃদয়ের দ্বার খোলে।

রাজনীতি আর যাহাই করি সবই থাকবে মাঠে
দিন শেষে যে একই সাথে থাকব এক-ই খাটে।
দূর্নীতির জাল ছিন্ন করব সন্ত্রাস দেব রুখে
স্বপ্নের রাজ্য গড়ার জন্য আঘাত নেব বুকে।

সবার চেয়ে দেশ যে বড় আমরা যেন ভাবি
দেশের স্বার্থে ভুলতে হবে ছোটখাটো দাবি!
কার কী আছে, সমস্যা সব: খোঁজব মনে-মনে
সমাধান সব করব মোরা রাতের আঁধার ক্ষণে।

লোভ লালসা যত কিছু ধ্বংস করব সবি
পুব দিগন্তে হেসে উঠবে রক্তিম রাঙা রবি।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply