ইমরানুল ইসলাম

সোনার ছেলে

কবিতা
লেখাটি শেয়ার করুন

 ইমরানুল ইসলাম,
বাঁশখালী,চট্টগ্রাম, বাংলাদেশ।

 

আমার দেশের সোনার ছেলে
ধরলো যখন বাজি,
রক্ত দিয়ে লিখবো নাম
জীবন দিতে রাজি।
দেশের তরে ঝাঁপিয়ে পড়বো
হাঁটবো নাতো পিছু,
বীরের বেশে শহীদ হবো
মাথা করবোনা নিচু।
মায়ের পরে ভাষা, মাতৃভূমি
স্বর্গের চেয়ে মহান,
স্নিগ্ধ সমীরে মন আকুল
প্রকৃতি শ্বাশত অবদান।
দেশ যখন দিবেন ডাক
ক্রান্তিলগ্নে আমায়,
বিদ্যুৎ বেগে ছুটে যাবো
এভারেস্ট যেন ডিঙায়।
দেশের তরে জীবন দিলো
সোনার ছেলে কতো,
আমরা বাঙালি, ভাষা বাংলা
রক্ত মাংসে ক্ষত।
আজও দেখি হানা দেয়
ভিনদেশী ভন্ড শতো,
আমরা প্রস্তুত, সদা প্রস্তুত
রক্ত লাগে যতো।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply