তুর্জয় শাকিল

স্বপ্নচারিনী

কবিতা
লেখাটি শেয়ার করুন

তুর্জয় শাকিল,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

সে এসেছিল স্বপ্ন হয়ে, বলেছিল নিশিতে দিয়ো দেখা।
মন  আমায় বলেছিল,  দিয়ো  স্বপ্নচারিনীর  দেখা।
ঘুমের ঘোরে ভেবেছি অনেক
তবুও পেলাম না  তার দেখা।

ভেসেছি মেঘের সাজে
বৃষ্টিস্নাত হয়ে দিয়েছিলাম দেখা,
পেলাম না তার স্পর্শ,
পাওয়া হলো না স্বপ্নচারিনীর দেখা।

নদী হয়ে দিয়েছি যে স্রোত,
তবুও হলো না তার চরণ দেখা।

নিজ কষ্টে ভেসেছি বাতাস হয়ে,
নিঃশ্বাসে দিয়েছো যে মোর দেখা।

ভেসেছি মনের সাগরে,
বলেছি যে স্বপ্নের কথা।

হেসেছিলে নিভৃতে অন্তরালে,
ঠোঁটে ছিল রক্তিম লজ্জার কথা।

অবশেষে পেয়েছি মোর স্বপ্নচারিনীর  দেখা।


লেখাটি শেয়ার করুন

One thought on “স্বপ্নচারিনী

Leave a Reply