সনজিত চন্দ্র দাস

রাজনীতি

কবিতা
লেখাটি শেয়ার করুন

সনজিত চন্দ্র দাস।।

 

রাজনীতির মানে হলো পরের জন্য লড়া
এটার মানে হলো পরহিতে মরা!

রাজনীতির মানে হলো হেরে গিয়ে জিতা
ঔষধ যেমন বিস্বাদ লাগে নইলে তিতা!

রাজনীতিতে লাগে নীতি আর কিছু নাই থাকুক
আমরা থাকি না থাকি রাজনীতি টা বাঁচুক!

রাজার নীতি এখন জানি কেমন হয়েছে ফিকে
কেমন জানি বাঘ শিকারে নেমে গেছে চিকে!

হাসি আসে ভাবতে গেলে কারা নীতির রাজা
তারা এখন রাজ করেনা পাচার করে গাঁজা!

রাজনীতিতে থাকতে হয় অনেক বেশি ধৈর্য
মনের সাথে নীতির একটা থাকতে হয় মাধুর্য!

রাজনীতির মানে যারা বুঝে করা অর্থ উপার্জন
তাদের জন্যই নষ্ট হচ্ছে পূর্বপুরুষদের সকল বিসর্জন!

আসুন আমরা সবাই মিলে লড়ি নীতির পক্ষে
রাজনীতিটা তবেই হবে জনসাধারণের লক্ষ্যে!

 

নিন্দুকদের নিন্দাকেও আমি সৌন্দর্য হিসেবেই দেখি এবং উৎসাহিত হই!

সনজিত চন্দ্র দাস

 


লেখাটি শেয়ার করুন

Leave a Reply