ইমরান আল ফারাবী

ইচ্ছে

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরান আল ফারাবী।।

 

আমার অনেক ইচ্ছে ছিলো

ইচ্ছে ছিলো ছোঁয়ার তোমায়,
স্বপ্ন হয়ে বুনতে তোমায়!
ইচ্ছে ছিলো নীল পাহাড়ে,
আদ্র হাওয়ায় মাতাবো তোমায়।

ইচ্ছে ছিলো~

হারাবো তোমাতে উষ্ণতার চাদরে,
ইচ্ছে ছিলো চাঁদনী রাতে,
চাদের আলোয় দেখবো তোমায়!

আমার অনেক ইচ্ছে ছিলো!

তারপর?

তোমার ইচ্ছে হলো,
কষ্ট দেবার! দিচ্ছো সেই শুরু থেকেই।

অবহেলা বঞ্চনায় আত্নতৃপ্তি,
বাড়াবে তোমার মনের শান্তি!

ফুরাবে সে রাতের আধার,
অন্ধকারে ম্লান তুমি!
ভাববে সেদিন কষ্টে ছিলে,
এখন তবে শান্তি আসুক!

তোমার অর্গলে ঠান্ডা বাতাস!
শীতল এক অনূভুতি।

হিমশীতল আবহাওয়ায় একি ঘামছো তুমি!
কিসের এতো চিন্তা তোমার?

কি হারাবার আছে তোমার!
হারিয়েছো যা ছিলো তোমার,
তাহলে এখন কাঁদছো কেন?

আমার অনেক ইচ্ছে ছিলো!

তোমার অনেক ইচ্ছে ছিলো!


লেখাটি শেয়ার করুন

One thought on “ইচ্ছে

Leave a Reply